ফৌজি হাসান খান রিকু,
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাট এলাকায় ওঠা ও টিকেট কাটাকে কেন্দ্র করে যাত্রী ও বাসের শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে এক যাত্রী গুরুতর আহত হয়েছে। আহত যাত্রীকে লৌহজং উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় শুণগুণ পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১৫-২৮০৯) চালক আজিম (৩৫) ও বাসের সহকারী ওহিদুলের (৩২) সাথে যাত্রী ইয়াছিনে (২২) মধ্য টিকেট কাটা ও বাসে ওঠাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় বাসের চালক-শ্রমিক যাত্রী ইয়াছিনকে এলোপাতাড়ি লাথি ও কিলঘুষি মারতে থাকে। এ সময় ইয়াছিনের অণ্ডকোষে লাথির আঘাত লাগলে সে অজ্ঞান হয়ে পড়ে।
ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ উপস্থিত হয়ে যাত্রী ইয়াছিনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত ইয়াছিন ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা।
এ সময় ট্রাফিক পুলিশ লৌহজং থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে বাসটিকে আটক করা হয়। লৌহজং থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। #
ফৌজি হাসান খান রিকু
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
০৫-০৬-২০২২
০১৭১১৯৪৪০৯৫
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল