মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার (১৬ জুলাই) ভোর ৫টার দিকে স্থানীয় আহমেদ ও মামুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী। এতে অর্ধশতাধিক ককটেল এবং গুলিবর্ষণ হয়। দুই গ্রুপই আওয়ামী লীগ সমর্থিত রাজনীতির সাথে জড়িত।
এদিকে গুলিবিদ্ধ দুইজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজীব হাসান জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শুনেছি এ ঘটনায় দুইজন মারাত্মক আহত হয়েছে। তবে তারা কী দ্বারা আহত হয়েছে তা আমরা এখনও বলতে পারছি না। তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিনা তাও জানি না।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বাসাক জানান, সকাল সাড়ে ৬টার দিকে দুইজন মারাত্মক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তাদের দুজনেই গুলিবিদ্ধ এবং একজনের গুলিতে পায়ের মাংস উড়ে গেছে ও আরেকজনের কিডনি পর্যন্ত দেখা যাচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজের প্রেরণ করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল