নিজস্ব প্রতিবেদক:
অবরোধের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়
প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর কাওলার সড়ক থেকে সরে গেছেন শিক্ষার্থীরা। এরপর বিমানবন্দর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বাসের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় রোববার (২২ জানুয়ারি) বিকেলে সড়ক অবরোধ করেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী। এসময় তারা সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এদিকে অবরোধের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পড়েন এই পথের যাত্রীরা। তবে পুলিশের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান।
সন্ধ্যায় নাগরিক এক্সপ্রেস নিউজ বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।
তিনি বলেন, প্রগতি সরণিতে (কুড়িল বিশ্বরোড এলাকা) ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। তবে আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। তারা চলে যাওয়ার পর বিমানবন্দর সড়কে যানচলাচল শুরু হয়।
তিনি বলেন, প্রগতি সরণিতে (কুড়িল বিশ্বরোড এলাকা) ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়ার মৃত্যু হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিমানবন্দর সড়ক অবরোধ করেন। তবে আমাদের অনুরোধে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। তারা চলে যাওয়ার পর বিমানবন্দর সড়কে যানচলাচল শুরু হয়।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল