আব্দুল কাইয়ুম,সাভার(ঢাকা)
আশুলিয়ার কবিরপুর থেকে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারকৃতদের সোমবার আদালতে পাঠিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
সোমবার (০৫ জুন) আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হল- জয়পুর হাট জেলার পাচঁ বিবি থানার রতনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ সামছুল আলম দুদু মিয়া(৩৫) ও ঢাকা জেলার আশুলিয়া থানার বগাবাড়ী এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে মোশারফ হোসেন(২৬)।
পুলিশ জানায়, সোমবার (০৫জুন) দিবাগত রাতে আশুলিয়া থানা এলাকার কবিরপুর ইতালি বাজার শফিকুল ইসলাম এর ৫ তলা বাড়ীর ২তলার একটি কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার টাকা।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তল্লাশী করে ২৪০পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল