ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক- দোয়ারাবাজার উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের আকস্মিক মৃত্যু হয়েছে ।
নিহত দুই জেলে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মো.ঈসমাইল (৪০) ও অন্যজন ছাতক উপজেলার ওয়াহাব আলীর ছেলে আমীর আলী (৫০)।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে নিজ নিজ বাড়ির পাশে হাওরে মাছ ধরার সময় বৃষ্টিপাতের সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে আহত হন। পরে স্থানীয়রা সাথে সাথে তাদের উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা.হাসান আহমদ। তিনি জানান, বজ্রপাতের পর মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর জানান, দপুরে মাছ ধরতে গেলে তাদের উপর বজ্রপাত হয়। তাদের শরীরের পোড়া ক্ষত আছে। পুলিশ প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
#
১৫.০৬.২৩
Leave a Reply