মোঃ আকিদুল ইসলাম সেলিম:-ঝিনাইদহ
ঝিনাইদহ মহেশপুর উপজেলার বজরাপুর কাগমারি বাওড়ে আশিফ হোসেন নামের এক যুবক বন্ধুদের সাথে গোসল করতে নেমে রহস্যময় ভাবে নিখোঁজ।
জানা যায় বজরাপুর গ্রামের আলতাফ হোসেনের এক মাত্র পুত্র আসিফ হোসেন গতকাল ঢাকা থেকে ভর্তিপরীক্ষা দিয়ে বাড়িতে এসছিলো,আজ দুপুরে বৃষ্টির সময় স্থানীয় বন্ধুদের সাথে কাগমারি বাওড়ে গোসল করতে যায়, তখন তার পিতা অনেক নিষেধ করলেও সে বাঁওড়ে বন্ধুদের সাথে নামে।
স্থানীয়রা জানায়, আশিক ও তার দুই বন্ধু বাওড়ে নেমেছিলো কিন্তু আশিককে ডুবেযেতে দেখে অন্যেরা বাচানোর চেষ্টা করেও যখন পারে না,তখন তার বন্ধুরা বাঁওড় থেকে উঠে আসে এবং একটি ছেলে বাওড় পাড়েই অজ্ঞান হয়ে যায়।
ঘটনাটা দুপুর ১:৩০ এর সময়,তখন থেকেই স্থানীয় জেলেরা পানিতে নেমে অনেক খোজাখুজি করেও না পেলে মহেশপুর ফায়ার সার্ভিসে ফোন করেন তারা এসে খুলনা ডুবুরি টিমকে খবর দিলে, তিন জন ডুবুরি বিকাল ৫:৩০ দিকে এসে খোজাখুজি করছেন। হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমেছে শেষ পর্যন্ত উদ্ধার হয়কিনা দেখার আশায়।
অবশেষে সন্ধা ৭:১৫ এর সময় মৃত আশিফ হোসেনকে ডুবুরিরা উদ্ধার করেন। তখন এক হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল