সদরপুর(ফরিদপুর) প্রতিনিধিঃ
গ্রামীর ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় ফরিদপুরের গ্রামীন ব্যাংকের সদরপুর এরিয়া অফিসের উদ্যোগে ১৫ ইং আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীন ব্যাংক সদরপুর শাখা চত্ত¡রে ফরিদপুর জোনের সদরপুর এরিয়ার সদরপুর শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন সদরপুর এরিয়া ম্যানেজার মোঃ মোকাদ্দেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ এনামুল ইসলাম, সদরপুর শাখা ব্যবস্থাপক রমেশ চন্দ্র রায়সহ শাখার সহকর্মীবৃন্দ। প্রত্যেক সদস্যদেরকে ফলজ, বনজ ও ঔষধিসহ ৩টি করে গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীন ব্যাংক সদরপুর শাখার ব্যবস্থাপক রমেশ চন্দ্র রায় জানান, চলতি মৌসুমে গ্রামীন ব্যাংক সদরপুর এরিয়ার উদ্যোগে সদরপুর শাখায় এ পর্যন্ত ৫৩০৯ জন সদস্যের মাঝে ১৪৬০১ টি গাছের চারা বিতরণ করা হইয়েছে এবং ৮৫৫০০ টি গাছের চারা বিতরণ উদ্যোগ গ্রহন করা হইয়েছে। অপর দিকে গ্রামীন ব্যাংক মানিকদহ (ভাংগা) শাখা চত্ত¡রে ফরিদপুর জোনের সদরপুর এরিয়ার মানিকদহ (ভাংগা) শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চারা বিতরণ করেন সদরপুর এরিয়া ম্যানেজার মোঃ মোকাদ্দেম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সদরপুর এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার মোঃ এনামুল ইসলাম, মানিকদহ শাখা ব্যবস্থাপক মোসাঃ রোকসানা খাতুনসহ শাখার সহকর্মীবৃন্দ। প্রত্যেক সদস্যদেরকে ফলজ, বনজ ও ঔষধিসহ ৩টি করে গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীন ব্যাংক মানিকদহ (ভাংগা) শাখার ব্যবস্থাপক মোসাঃ রোকসানা খাতুন জানান, চলতি মৌসুমে গ্রামীন ব্যাংক সদরপুর এরিয়ার উদ্যোগে সদরপুর শাখায় এ পর্যন্ত ২৩৫২ জন সদস্যের মাঝে ৩৭৩০ টি গাছের চারা বিতরণ করা হইয়েছে এবং ৩৭০৮১ টি গাছের চারা বিতরণ উদ্যোগ গ্রহন করা হইয়েছে।
রাকিবুল ইসলাম
সদরপুর, ফরিদপুর
০১৭৭৫৬৫৫৯৫৫
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল