স্টাফ রিপোর্টার :- ইফতিয়াজ সুমন
সাবেক ছাত্রলীগ নেতা,৭১এর মুক্তিযুদ্ধে লক্ষনশ্রী ইউনিয়নের সবচাইতে ক্ষতিগ্র¯’ পরিবারের সন্তান, লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রিপন এর নেতৃত্বে গতকাল ১৫ আগস্ট মঙ্গলবার বিশাল মিছিল ও শোক র্যালী অনুষ্ঠিত হয়। লক্ষণশ্রী ইউনিয়ন এর নীলপুর বাজার হতে রিপন এর নেতৃত্বে মিছিল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে জেলা আওয়ামীলীগের মিছিলে যোগদান করেন। মিছিলে অংশগ্রহন করেন লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ স¤পাদক সুহেল আহমদ, লক্ষণশ্রী ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক সহিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি লন্ডন প্রবাসী আলম, লক্ষনশ্রী ইউনিয়নের সে”ছাসেবকলীগের আহবায়ক ফরিদ মিয়া,যুবলীগের সাংগঠনিক শাহনুর রহমান, ছাত্রলীগ নেতা যুবায়ের আহমদ, শরীফ, শাহীন, মাসুদ, আকরাম সহ আর শতাধিক নেতাকর্মী। সাবেক ছাত্রলীগ নেতা,লক্ষণশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ অন্যতম নেতা রিপন বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ধানম-ীর ৩২ নাম্বার বাড়িতে এমন হত্যাকা- চালায় হত্যাকারী ঘাতকেরা। সেদিন পরিবারের লোক এবং আত্মীয় সহ মোট ১৬ জনকে হত্যা করা হয়। যার মধ্যে শিশু শেখ রাসেলকেও রেহাই দেয়নি ঘাতকেরা। দেশের বাহিরে থাকার ফলে ভাগ্যক্রমে বেচে যায় বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহানা । আমাদের যার জন্য দেশ আজ স্বাধীন তাকেই যেন দেশের মাটিতে নির্মম ভাবে হত্যা করে হয়েছে। জাতি চাইলেও এক হাজার বছরে একজন বঙ্গবন্ধুকে পাবে না। বঙ্গবন্ধু একজনই ছিলেন।আমাদের সবার উচিত দেশ ও জাতি গঠনে জাতির পিতার আদর্শকে বহন করে চলার। সবশেষে শেখ মুজিবুর রহমানের হত্যাকারী যারা এখনো বিদেশে পলাতক আছে তাদের দেশের মাটিতে এনে বিচারের কাঠগড়া দাড় করানোর জন্য সরকারের প্রতি আমার আকুল আবেদন।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল