ইফতিয়াজ সুমন : স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ (জকিঞ্জ-কানাইঘাট) আসনে নির্বাচনী এলাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি এম.এ সালেহ চৌধুরী।
তিনি জানান, আমি নির্বাচিত হলে সিলেট - ৫ আসনের (জকিঞ্জ ও কানাইঘাট) উপজেলার সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমি তা করবো। জকিগঞ্জে ইকনমিক জোন চালু করবো, সকল সড়ক সংস্কার, ৪ লেন সড়ক, রেললাইন চালুর জন্য কাজ করবো, লোভাছড়া চালুকরণ সহ লোভাছড়া ও তিন নদীর মুহনাকে পর্যটন অঞ্চল ঘোষনার জন্য কাজ করবো। জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স চালুকরে, দনা সীমান্তে স্থলবন্দর চালু, জকিগঞ্জ টু করিমগঞ্জে সেতু চালুর জন্য সর্বচ্চ প্রয়াস চালিয়ে যাব।
সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির রাজনীতি করছি। তাই অত্র এলাকার মানুষের আস্থা এবং সমর্থন পেয়েছি বলে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলে নির্বাচন করবো। তাই আমি জকিঞ্জ এবং কানাইঘাট এই দুই উপজেলার জনগণের কাছ থেকে দোয়া, সমর্থন এবং ভালোবাসা চাই।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল