গত ১৫ অক্টোবর ২০২৩ দ্য ওয়েস্টিন ঢাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে Bangladesh DUNS100 প্রকাশনার মোড়ক উন্মোচন করে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স প্রাইভেট লিমিটেড। দেশের অর্থনীতির ১৫ টি প্রধান খাতে অবদান রাখা ১০০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে উন্মোচন করা হয়েছে এই প্রকাশনা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট এসএএমই (সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেড) এর সিইও রাজেশ মিরচান্দানি, ডি অ্যান্ড বি ডেটা অ্যান্ড অ্যানালিটিকস লিমিটেডের সিইও জারা মাহবুব। ড. এম. মাসরুর রিয়াজ, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ।
ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও, জারা মাহবুব DUNS100-এ মনোনয়ন জমা দেওয়ার জন্য প্রকাশনার মোড়ক এবং ওয়েবসাইটের ইউআরএল (URL) উন্মোচন করেছেন। বিভিন্ন বহুজাতিক কোম্পানি, ব্যাংক, ব্যবসায়িক চেম্বার, শিল্প বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে এই আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সালমান ফজলুর রহমান এমপি বলেন, "প্রাইভেট সেক্টরের অগ্রগতির জন্য আমাদের মূলধন এবং বৈদেশিক বিনিয়োগ দরকার। ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের মতো সংস্থাগুলি আমাদের কোম্পানিগুলিকে এগিয়ে নিতে বিভিন্ন সমাধান দিতে পারবে। বাংলাদেশ ডানস১০০ অত্যন্ত সময়োপযোগী একটি উদ্যোগ। তারা বিশ্বের সামনে তুলে ধরতে পারবে যে বাংলাদেশ প্রস্তুত।”
অনুষ্ঠানে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট সাউথ এশিয়া মিডল ইস্ট লিমিটেডের সিইও রাজেশ মিরচান্দানি ডিঅ্যান্ডবি-এর কার্যক্রম তুলে ধরেন। তিনি তার ভাষণে প্রতিষ্ঠানের ইতিহাসও তুলে ধরেছেন।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ড. এম. মাসরুর রিয়াজ বলেন, “প্রযুক্তিগত পরিবর্তন এবং বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য আমাদের বৈদেশিক বিনিয়োগ প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমানে ডেটার গুরুত্ব স্বর্ণের মত এবং ডেটা অ্যানালাইজ করা এবং স্বচ্ছতা বজায় রাখা অত্যাবশ্যক।“
ডিএন্ডবি ডেটা অ্যান্ড অ্যানালিটিক্স লিমিটেডের সিইও মিসেস জারা মাহবুব বলেন, "এই প্রকাশনাটি শুধুমাত্র ডিএন্ডবি দ্বারা অনুমোদিত অসামান্য ব্যবসার একটি তালিকা নয়, এটি আমাদের দেশের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ গঠনে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটি শক্তিশালী প্রমাণও।"
বাংলাদেশ বর্তমানে অর্থনীতিতে সাফল্যের সাক্ষর রেখে এগিয়ে চলেছে। DUNS100 এর স্বীকৃতির মাধ্যমে এ দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো নিজেদের বিশ্বাসযোগ্যতা তৈরি করার সুযোগ পাবে। সেই সাথে নিজেদেরকে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার এবং নেটওয়ার্কিং এর সুবিধা পাবে।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল