বিশেষ প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ম বারের মতো ক্ষমতায় রাখতে এবং বিএনপির নৈরাজ্য প্রতিরোধে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় শান্তি মিছিল, গণসংযোগ ও হ্যান্ডবিল বিতরণ করেছেন জেলা ও উপজেলার আ’লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলের দিকে রাজাবাড়ি ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ গণসংযোগে প্রধান অতিথি ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয়।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলী আসকর মাস্টারের সঞ্চালনায় ও সভাপতিত্বে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের সাবেক ভিপি ফরিদ আহমেদ চুন্নু,উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সিরাজী,শ্রীপুর পৌর যুবলীগের সাবেক সাধারন সম্পাদক কামরুল হাসান বি এ, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম,গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাওসার শেখ কামাল, গাজীপুর জেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম ,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আমিনিল ইসলাম,শ্রীপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমু, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বুলবুল, শ্রীপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক নুরুজ্জামান জামান, সদস্য সচিব জুনায়েদ হাবিব রুবেল, রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ শাহজাহান, শ্রীপুর উপজেলা যুবলীগ নেতা আতিকুল ইসলাম, রাজাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোরশেদ আলম গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক সদস্য রফিকুল ইসলাম রফিক, রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক শাজাহান মিয়া, গাজীপুর জেলা যুবলীগ আহ্বায়ক সদস্য এ্যাডঃ আতিকুল ইসলাম।
ও রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন খোকন এর নেতৃত্বে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজাবাড়ি থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহাব উদ্দিন, বাদল সরকার, ইউসুফ আলী, মীর হোসেন, মনির হোসেন খান, আসাদুজ্জামান আশিক, মিলন হোসেন প্রমুখ।
এসময় কয়েক হাজার নেতাকর্মী শান্তি মিছিলে অংশগ্রহণ করেন। আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জামিল হাসান দুর্জয় তাঁর বক্তব্যে বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সাধারণ জনগণের চাহিদা ৫ম বারের মতো তিনিই প্রধানমন্ত্রী থাকুক। কিন্তু বিএনপিসহ কিছু দল বঙ্গবন্ধু কন্যার এমন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। আ’লীগের নেতাকর্মীরা যেকোনো নৈরাজ্য ঠেকাতে সর্বদাই মাঠে প্রস্তুত আছেন। আমরা আগুন সন্ত্রাসে দেশের মানুষের ক্ষতি হতে দিবোনা এবং দিতে পারিনা। ইনশাআল্লাহ, আমাদের নেতাকর্মীরা ভয় পায়না। বঙ্গবন্ধুর কন্যার ডাকে জীবন দিতে প্রস্তুত আছি”।
Leave a Reply