ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি জামাতের অগ্নি, সন্ত্রাস, হরতাল,অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা যুবলীগ ও অংগসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহিন়, সাংগঠনিক সম্পাদক হেমায়েত হোসেন মিলন, স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি জাকারিয়া মাতুব্বর প্রমুখ।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
তাং ৩০.১০.২৩
Leave a Reply