ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ” স্মার্ট যুব,সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা এবং যুব ঋণ বিতরণ করা হয়। বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সার্বিক তত্তাবধানে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইসহাক মোল্লা, কৃষি কর্মকর্তা জীবাংসু দাস,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী সহ ইউপি চেয়ারম্যান, সাংবাদিক সহ নানা শ্রেনী পেশার লোকজন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ০১.১১.২৩
Leave a Reply