ভাঙ্গায় ছদ্মবেশী ৩ ছিনতাইকারী গ্রেফতার
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ দিনের বেলা কেউ বাসের হেলপার,কেউ শ্রমিক,কেউ মাছ ধরার কাজ করতো। রাতে হয়ে উঠতো ভয়ংকর অপরাধী চক্রের সক্রিয় সদস্য। এমনই ঘটনা হরহামেশাই ঘটতো ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায়। ভাঙ্গা থানা পুলিশ এমন ছদ্মবেশী ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থেকে লুণ্ঠিত মালামাল সহ ছিনতাই কাজে ব্যবহৃত ধারাল চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২২), একই এলাকার আব্বাস আলীর ছেলে জসিম শেখ(২৫)এবং হারুন মাতুব্বরের ছেলে পাপ্পু মাতুব্বর( ২৭)। ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম জানান,দীর্ঘদিন যাবৎ একটি অপরাধী চক্র দিনের বেলা বাসের হেলপার, শ্রমিক সেজে রাতের বেলা ভয়ংকর ছিনতাই কাজে জড়িত ছিল। ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো: সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং ০৮.১১.২৩
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল