ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন,কাজী জাফর উল্লাহ একজন ব্যর্থ নেতা।বেশী বাড়াবাড়ি করলে তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাকে ‘ব্যর্থ নেতা’ বলে মন্তব্য করার পাশাপাশি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী আরও বলেন, নির্বাচনের মাত্র ৪৫ দিন বাকি। ব্যর্থ নেতার সঙ্গে ৪৫ জন নেতাও নাই। তিনি ইয়াবা ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে উঠান বৈঠক করেন বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের গোলচত্বরে জনসভা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কাজী জাফর উল্লাহকে উদ্দেশ্য করে নিক্সন বলেন, ‘এটাকে যোগদান বলে না, এটাকে বলে একটা ব্যর্থ রাজার ব্যর্থ নীতি। তিনি অভিযোগ করে বলেন,ভাঙ্গার মতো জায়গায় আওয়ামী লীগের দায়িত্ব পেয়েও সব কিছু হারিয়ে ফেলেছেন। এই ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন নৌকা অধ্যুষিত এলাকা।: বাতাস বইতেছে, ইনশাল্লাহ নৌকাটা এবার আমি পাব: নিক্সন চৌধুরী
তিনি বলেন, ‘চাচা (জাফর উল্লাহ) আজকে দেখেন আপনার পাশে কেউ নাই, কেউ থাকবেও না, একজন যুদ্ধাপরাধী, একজন রাজাকার, যে পাকিস্তানি আর্মিদের খাদ্য সাপ্লাই দিছে, তার কাছে আওয়ামী লীগ কোনোদিন সুরক্ষিত থাকতে পারে না। দুই দুই বার লাল কার্ড পাইছেন, তার থেকেও লজ্জিত হইছেন গত ১০ তারিখে প্রধানমন্ত্রীর জনসভায়। প্রধানমন্ত্রীর জনসভায় তিন উপজেলা থেকে তিনশো লোক আনতে পারেন নাই। আর যে তিনশো লোক আনছেন, তারা লজ্জিত হয়ে পালিয়ে গেছেন। তাই ১০ তারিখের পর আপনার বুঝ আপনার বোঝা উচিত ছিল। যতদিন যাবে ততই আপনার পাল্লা হালকা হতে হতে লাস্টে একাই থাকবেন।’
তিনি আরও বলেন, ‘কাজী সাহেব আপনি আমাদের মুরব্বী, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আপনি মঞ্চে মিথ্যা কথা বন্ধ করেন। আপনি মঞ্চে দুই একটা ছিনতাইকারী উঠাইয়া সম্মানিত ব্যক্তিদের নামে বাজে কথা বলেন। আমাদের ধৈর্যের বাঁধ যেন না ভেঙে যায়, আমাদের ধৈর্যের বাঁধ যদি ভাঙে তাহলে আপনার কাউলিবেড়ার বাড়ির সামনে গিয়ে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কারণ ধৈর্যের একটা সীমা আছে।’
ছাত্রলীগের সাবেক উপজেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, এনামুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ মুন্সী, শাহজাহান হাওলাদার, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ প্রমুখ।
উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ২৭ জন নেতাসহ সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক অপু, আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান রতন সহ শতাধিক কর্মী নিক্সন চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে তার সাথে যোগ দেৃন।
মোঃ সরোয়ার হোসেন
ভাঙ্গা, ফরিদপুর।
মোবাঃ ০১৭৩১৭১১৯৪৭
তাং১৬.১১.২৩
Leave a Reply