শামীম আহম্মেদ জয় : মতলব উত্তর উপজেলার ১১ নং ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামের মৃত নুরুল ইসলাম সরকারের ছেলে কবি ও গীতিকার মাহফুজুর রহমান সৌরভ বিশ্বের ১৬১০ জন কবির কবিতা নিয়ে কাব্যসংকলন "হাইপারপয়েম" গিনেস বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ড করেছে। জানা যায়, রাশিয়ার মস্কো থেকে কবি আলেকজান্ডার কাবিশেভের সম্পাদনা "হাইপারপয়েম" কাব্যগ্রন্থটি ২০২৩ গিনেস বিশ্ব ওয়ার্ল্ড রেকর্ডে অন্তর্ভুক্ত হয়।
মাহফুজুর রহমান সৌরভ ৫ মে ১৯৭৭ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার রাঢ়ীকান্দি কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা: মৃত নুরুল ইসলাম সরকার মাতা : জয়ফুল নেচা।
তিনি একাধারে সাহিত্য সমালোচক, প্রাবন্ধিক, কবি গীতিকার ও গল্পকার হিসাবে পরিচিত। পৃথিবীর বিখ্যাত সকল পত্রিকায় ও ম্যাগাজিনে তিনি নিয়মিত লিখে আসছেন। তার কবিতা বিশ্বের ৫২ টি ভাষায় অনুবাদ হয়েছে।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের সংখা ১০ টি। মুক্তির রাঙা পলাশ, আত্মার ভূমিষ্ঠ কান্নাগুলো, পদ্মজলের চোখ, একমুঠো মাটির স্লোগান, অশ্রু ও দহনের কষ্ট, নির্বাচিত ১০০ কবিতা, জাগরণী ঠোঁটে দ্রোহের চুমু, তোমার নিশ্বাসে বিষ, বিশ্বাসে ভুল ছিল জমা, ইত্যাদি। কবিতার জন্য তিনি ভ্রমণ করছেন, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, মায়ানমার, ইয়েমেন, দক্ষিণ সুদান, ও সৌদিআরব, তিনি নিয়মিত গান ও লিখেছেন, তাঁর অনেক গান বাংলাদেশের বিখ্যাত সংগীত শিল্পীরা গেয়েছেন। তিনি গীতিকার হিসাবে বেশ পরিচিত।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল