মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দৈনিক সত্যের বাণী নামে ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক এবং অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার অপরাধে প্রমানসহ জনতার হাতে আজিজুল আরফান প্রিন্স নামে বখাটে আটক। পরে অপরাধীকে পুলিশ সোপর্দ করা হয়। আজিজুল এর বক্তব্যে জানা গেছে, মাদারীপুর এর সনামধন্য রাজনীতিবীদ শাহজাহান খান এমপি , ও তার জৈষ্ঠপুত্র আসিব খান এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আসছিল আজিজুল, তিনি আরো বলেন, মোটরসাইকেল মার্কা প্রার্থী, শফিক খান এর সমর্থক, কাওসার ও সানজিদা,এর প্ররোচনায় পড়ে আমি এ কাজ করেছি। আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আসিবুর রহমান আসিব খান, তার নির্বাচনের ব্যাঘাত ঘটাতেই
এ কাজ করা হয়েছে বলে স্বীকার করে বখাটে আজিজুল।
পরে প্রমাণ সহ বৃহস্পতিবার রাত ১২ টার দিকে,মাদারীপুর শহরের বটতলা থেকে, আটক করে তাকে মাদারীপুর মডেল সদর থানায় নিয়ে যাওয়া হয়।