ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার আলগী ইউনিয়নের পীরের চর গ্রামে ৬ নং ওয়ার্ড নয়ঘর নামক স্থানে দোয়াত- কলম প্রার্থী মোঃ কাওছার ভূঁইয়ার এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ উঠান বৈঠকে এলাকার শত শত লোক অংশ গ্রহণ করে। মোঃ সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় জালাল ফকিরের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী মিয়া,ইউপি সদস্য এসকেন্দার মিয়া,কাওসার ফকির, মিরাজ মোল্লা, বুলু মিয়া,শামীম মোল্লা, ওদুদ ভূঁইয়া,সরোয়ার মাতুব্বর প্রমুখ। সভায় সকলে নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী কাওছার ভূঁইয়ার পক্ষে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।