কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে গত বছর ভার্চ্যুয়াল সহকারী ‘সিরি’র নতুন সংস্করণ উন্মোচনের পরিকল্পনা করেছিল অ্যাপল। নতুন সংস্করণটি চালু হলে সিরির বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় কার্যক্ষমতা আরও বাড়ত, যা আইফোন ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সঙ্গে আরও সহজে কাজ করার সুযোগ দিত। তবে উন্নয়নকাজ সম্পন্ন করতে না পারায় ২০২৬ সালের আগে এটি বাজারে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের মুখপাত্র জ্যাকলিন রয় জানিয়েছেন, ‘নতুন ফিচারগুলো বাস্তবায়নে আমাদের প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। আশা করছি, আগামী বছর এগুলো ধাপে ধাপে উন্মুক্ত করা সম্ভব হবে।’ এর আগে, ২১ ফেব্রুয়ারি অ্যাপল ঘোষণা দিয়েছিল যে, কয়েক মাসের মধ্যে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ সিস্টেমে আরও উন্নত ফিচার যুক্ত করা হবে, যার মধ্যে নতুন সিরিও থাকবে।
সিরির নতুন সংস্করণ উন্মোচনের সময় পিছিয়ে যাওয়ায় অ্যাপল প্রতিযোগিতায় চাপে পড়তে পারে, কারণ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান একের পর এক নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি উন্মোচন করছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানিয়েছেন, সম্প্রতি উন্মুক্ত করা জিপিটি-৪.৫ মডেলটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল। অন্যদিকে, অ্যামাজনও তাদের সহকারী অ্যালেক্সার নতুন সংস্করণ আনার ঘোষণা দিয়েছে, যদিও সেটি এখনও বাজারে আসেনি। গুগলও তাদের এআই সহকারী ‘জেমিনি’ আরও উন্নত করার কাজ করছে। ফলে অ্যাপলের উন্নয়ন বিলম্ব হওয়ায় আইফোন ব্যবহারকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা গ্রহণে পিছিয়ে পড়তে পারেন।
গত বছরের অক্টোবর মাসে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের জন্য ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ চালু করেছিল অ্যাপল। এটি মেশিন লার্নিং ব্যবহার করে ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ সহজতর করে এবং তাদের ব্যবহারের ধরন বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সহায়তা প্রদান করে।
সূত্র: নিউজ ১৮
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল