ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পশ্চিম আলগী গ্রামে বাজারের জায়গা( ভিটি) নিয়ে সালিস-বৈঠক চলাকালে চাচা আলী মাতুব্বর এবং ভাতিজা দেলোয়ার মাতুব্দর দলের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘরে ব্যাপক হামলা, ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, স্থানীয় হরিরহাট বাজারে দোকান বসানোর জায়গা ( ভিটি) চাচা দেলোয়ার মাতুব্বর প্রাপ্ত দুইটি জায়গা অন্যত্র বিক্রি করে দেয়। ভাতিচা দেলোয়ার মাতুব্বর ওই ভিটি দুটি নিজেদের দাবি করে। এ নিয়ে ওই বাজারে গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে দুপুরে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সালিশ বৈঠকের এক পর্যায়ে দু,পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সালিশ বৈঠকেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সংঘর্ষ গ্রামবাসী দু,দলে বিভক্ত হয়ে বাজার থেকে গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় দু,পক্ষ ঢাল,সরকি,রামদা,টেটা প্রভৃতি দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।দীর্ঘক্ষণ সংঘর্ষের ফলে ১৫: জন আহত হয়। গুরুতর আহতরা হলো
রাজিব(২৮),ফেরদৌসী বেগম(৩০),আরিফ হোসেন (৩০). এদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নগরকান্দা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় ভাতিজা দেলোয়ার মাতুব্বর পক্ষের প্রবাসী নুর ইসলাম, মামুন মাতুব্বর, আছমত মাতুব্বর, সিরাজ মাতুব্বর, সাইফুল মাতুব্বর, চুন্নু মাতুব্বর, রফিক মাতুব্বর সহ অন্তত ১০ টি বাড়ি ব্যাপক ভাংচুর এবং স্বর্ন,গহনা,নগদ টাকা লুটপাট করা হয় বলে অভিযোগে প্রকাশ। ভাংচুরের শিকার আছমত মাতুব্বর অভিযোগ করে বলেন,বাজারে সালিশ বৈঠক চলাকালে প্রতিপক্ষ আলী মাতুব্বর দলের লোকজন পরিকল্পিত ও সংঘবদ্ধভাবে আমাদের উপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে এবং সর্বস্ব লুট করে নিয়ে যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িঘরগুলো ব্যাপক ভাংচুর করা হয়। সালিশ বৈঠকে সবার খাবারের জন্য রান্না করা খাদ্য ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করা হয়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। থানায় কোন অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৯.০৪.২৫
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল