শিরোনাম: কুলাগাড়ার আপন আচার্য্যের ফাঁসির দাবিতে কীর্তিপাশায় বিক্ষোভ ও মানববন্ধন
কুলাগাড়ার আপন আচার্য্যের ফাঁসির দাবিতে কীর্তিপাশায় বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি:
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কুলাগাড়ার আপন আচার্য্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে ঝালকাঠির কীর্তিপাশা ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কীর্তিপাশা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আপন আচার্য্য ইসলাম ও নবীজি (সা.) সম্পর্কে যে অবমাননাকর মন্তব্য করেছেন, তা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে গভীর আঘাত হেনেছে। বক্তারা বলেন, “যদি তোমার মনে নবীর অপমানে কাঁদে না, তুমি মুসলমান নও”—এই আহ্বানে সাড়া দিয়ে তারা রাজপথে নেমেছেন।
তারা আরও বলেন, এমন ধৃষ্টতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ইসলামের শত্রুদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দোষী ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।
বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় স্থান কীর্তিপাশা বাজারে এসে মানববন্ধনে পরিণত হয়। এতে সব বয়সের ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, ঝালকাঠি সদর উপজেলার কুলাগাড়া এলাকার বাসিন্দা আপন আচার্য্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় কীর্তিপাশাসহ আশপাশের এলাকায় তীব্র জনরোষের সৃষ্টি হয়।
আসাদুজ্জামান আশিক
ঝালকাঠি জেলা প্রতিনিধি
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল