সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি : সন্দ্বীপ চ্যানেলে ডুবে গেছে পাথরবাহী একটি লাইটার জাহাজ ‘ইয়া ইলাহী’। রোববার (১৮ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ১২ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, পাথরবোঝাই জাহাজটি সন্দ্বীপ চ্যানেলে প্রবল স্রোত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা। উদ্ধারকৃত নাবিকদের নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, “এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ কোনো তথ্য থানায় জানায়নি। আমরা খোঁজখবর নিচ্ছি।”
ডুবে যাওয়া জাহাজটি কর্ণফুলী নদী হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনাস্থলে এখনও নজরদারি চালাচ্ছে কোস্ট গার্ড ও নৌবাহিনী, যাতে কোনো পরিবেশগত ক্ষতি না হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল