আব্দুন নুর আজাদ, ঠাকুরগাঁও
বাংলাদেশের উত্তরের এক প্রান্তে, ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত ছুঁয়ে থাকা শান্তিপূর্ণ এক জেলা ঠাকুরগাঁও। শহরের কোলাহল থেকে দূরে এই জেলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির মুগ্ধতা। কিন্তু সময় বদলেছে। বদলেছে মানুষের জীবনধারা, শিক্ষা ও প্রযুক্তির ব্যবহারে এসেছে আমূল পরিবর্তন। এই নতুন প্রজন্মের চোখে ঠাকুরগাঁওয়ের রূপ কেমন?
গ্রামের হৃদয়ে তরুণ উদ্যোক্তা:
রুহিয়া ইউনিয়নের শান্তিপ্রিয় পরিবেশে বেড়ে ওঠা তরুণ হাসান আলী মাত্র ২৮ বছর বয়সে নিজের গ্রামের বুকে গড়ে তুলেছেন একটি আধুনিক হাইড্রোপনিক কৃষি খামার। তার মতে, “প্রযুক্তি শুধু শহরের জন্য নয়, আমরা গ্রাম থেকেই দুনিয়ায় উদাহরণ তৈরি করতে পারি।” তার খামারে এখন কর্মসংস্থান পেয়েছে ১৫ জন স্থানীয় যুবক।
চোখে স্বপ্ন নিয়ে শিক্ষা পাড়ায় মেয়েরা:
ঠাকুরগাঁও সরকারি কলেজের সামনে কথা হয় সালমা আক্তারের সাথে। সমাজবিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বলেন, “আগে ঠাকুরগাঁও থেকে মেয়ে হয়ে ঢাকা গিয়ে পড়াশোনা করার কথা ভাবাই যেত না, এখন নিজেরাই উদ্যোগ নিই, কোচিং করি, অনলাইনে শেখার সুযোগ নেই।”
সংস্কৃতি বাঁচিয়ে রাখা এক গানের দল:
বালিয়াডাঙ্গীর রঙ্গিলা সাংস্কৃতিক দলের সদস্যরা স্থানীয় পালাগান, ভাওয়াইয়া ও গম্ভীরা গানে ঠাকুরগাঁওয়ের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরছেন। দলের প্রধান মিজানুর রহমান জানান, “আমরা গান দিয়ে ইতিহাসের কথা বলি। আজকের ছেলেমেয়েরা মোবাইলে গান শোনে, তাই আমরাও ইউটিউব চ্যানেল খুলেছি।”
সীমান্তের এই জেলা শুধু কৃষিনির্ভর নয়, এখানকার মানুষের চিন্তা, উদ্যোগ আর সংস্কৃতির জোরেই গড়ে উঠছে এক নতুন ঠাকুরগাঁও। শীতল বাতাস আর শান্ত প্রকৃতির মাঝে এখানকার নতুন প্রজন্মই এখন এলাকার সবচেয়ে বড় শক্তি।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল