
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় পৃথক অভিযানে ৫২ বোতল ফেনসিডিল ও ৯৭ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
রোববার সকালে উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদ শেখের পুত্র সজীব শেখ (২৭) কে এবং অপর অভিযানে উপজেলার পৌরসদরের নওপাড়া এলাকা থেকে ৫২ বোতল ফেনসিডিলসহ আব্দুর রাজ্জাক নামক ১ জন কে আটক করে পুলিশ। সে হামেরদী ইউনিয়নের মাধবপুর এলাকার আয়নাল শেখের ছেলে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আশরাফ হোসেন জানান, আজ সকালে আমরা ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার সহ জড়িত ২ জনকে গ্রেফতার করে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।