অপি মুন্সী : শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের গয়ালদি এলাকার বাসিন্দা, ইতালিপ্রবাসী শাজাহান (রহঃ) আর নেই। তিনি ছিলেন এক নিরহংকার, পরোপকারী ও মানবিক গুণে ভাসা মানুষ। প্রবাস জীবনের দীর্ঘ সময়ে তিনি শুধু নিজের জন্যই নয়, বরং গ্রামের বহু যুবকের ভাগ্য গঠনে ভূমিকা রেখেছেন। অনেক যুবককে তিনি ইতালিতে কাজের সুযোগ করে দিয়েছেন, যার ফলে ইতালির বাংলাদেশি কমিউনিটিতে তার রয়েছে ব্যাপক সুনাম ও শ্রদ্ধা।
গত ৭ জুলাই, বাংলাদেশে ঈদের দিন, তিনবার স্ট্রোক করার পর ইতালিতে অবস্থানকালে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শাজাহানের এই অকাল প্রয়াণে শুধু তার পরিবার নয়, গোটা মাদারীপুরবাসী ও প্রবাসী বাংলাদেশি সমাজ গভীরভাবে শোকাহত। তাঁর অবদান ও স্মৃতি প্রবাসী সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল