পিরোজপুর প্রতিনিধি
দীর্ঘ ১০ মাস পর আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে। শুক্রবার দুপুরে তিনি লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসে ছিলেন।তিনি তখন হুমায়ুন আহমেদের কাল্পনিক চরিত্র হিমুর হলুদ রঙের পোশাক পরিহিত ছিলেন। রেজাউল করিমের পাশে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের লন্ডন সফরে আওয়ামী লীগের নেতা–কর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি করেছেন, তাতে অংশ নিতে শ ম রেজাউল করিম সেখানে অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভের অংশ।
রেজাউলের এমন প্রকাশ্যে আসায় তার নিজ এলাকা পিরোজপুর ১ আসনে তৈরী হয়েছে বেশ চাঞ্চল্যের। জনমনে তৈরী হয়েছে প্রশ্ন ও ক্ষোভ। ঢাকা সহ বিভিন্ন জায়গায় পিরোজপুর আওয়ামিলীগের একাধিক নেতাকর্মী কারাগারে বন্দী থাকলেও রেজাউল কিভাবে বেশ ফুর ফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছেন লন্ডনের অলিগলিতে। রেজাউলের বেশ কয়েকজন অনুসারী নাম না প্রকাশের শর্তে বলেন ‘ শ ম রেজাউল করিম নিজ কর্মীদের কোন খোঁজ খবর রাখা তো দূরের কথা আমাদের মেসেজের উত্তরও প্রদান করেন না। আমরা তার পিছনে ঘুরে ঘুরে জিবনের একটা বড় সময় নষ্ট করে ফেলেছি। তবে রেজাউল আগামিতে এর প্রতিদান পরিপূর্ণভাবে পাবে। ’
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল