
এসএসসি ও সমমান ফলপ্রার্থীদের নিয়ে শিক্ষা সফরের আয়োজন করেছে ছাত্রশিবিরের নেত্রকোণা জেলার কেন্দুয়া থানা শাখা।
বুধবার সকাল ০৬:০০টায় কেন্দুয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শিক্ষা সফরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা।
যাত্রার শুরুতে থানা সেক্রেটারি কিরণ হোসাইনের সঞ্চালনায় থানা সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী উদ্বোধনী বক্তব্যে দিকনির্দেশনা প্রদান করেন,
তাঁর সভাপতিত্বে ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সভাপতি মোজাম্মেল হক মিলন বক্তব্যে বলেন,আমরা সবাইকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে পড়াশোনার পাশাপাশি অন্যান্য দক্ষতাও অর্জন করতে হবে এবং দেশ গঠনে কাজ করতে হবে।
উক্ত শিক্ষা সফরে ছাত্রশিবিরের নেত্রকোণা জেলা সাহিত্য প্রকাশনা সম্পাদক মোঃ রেজুয়ান খান বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে মানবসম্পদ, তাই তাদের কে শুধু পাঠ্য বইয়ের পুঁথিগত বিদ্যা অর্জন করলেই হবে না,বরং ছাত্রশিবিরের ভিশন অনুযায়ী সৎ দক্ষ ও দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে, তাহলে আমাদের প্রিয় বাংলাদেশ সমৃদ্ধি অর্জন করবে,আমাদের দেশের সম্পদ আর পাচার হবে না।
আর ছাত্রশিবির চায় বাংলাদেশের তরুণদের সৎ দক্ষ ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক শোষণ এবং রাজনৈতিক নিপীড়ন মুক্ত একটি উন্নয়নশীল নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে।তিনি আরও বলেন উক্ত শিক্ষা সফরের মাধ্যমে তোমরা হাওরের প্রাকৃতিক সম্পদ, হাওর জনপদের জীবন-যাত্রা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা প্রসঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে, যা তোমাদের পাঠ্যপুস্তকের বাইরের জ্ঞান ও দেশ সম্পর্কে ধারণা বৃদ্ধিতে সহায়ক হবে,সর্বশেষ তিনি সাংবাদিকদের বলেন এই শিক্ষা সফরের বিশেষ একটি উদ্দেশ্য ছিলো তাদের একটি আদর্শিক, দেশপ্রেমিক ও সেবামূলক চরিত্র গঠনে উদ্বুদ্ধ করা,তিনি আরও বলেন আমরা চাই এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানার্জনের পরিধি বৃদ্ধি করবে,ঐতিহাসিক ও সামাজিক বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং নৈতিক শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সমাজ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে ইনশাল্লাহ।
এ সফরে আরও উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদিকুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ