
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠুর বিরুদ্ধে জাতীয় দৈনিকে প্রকাশিত ‘মিথ্যা ও উদ্দেশ্যমূলক’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন ২০২৫) বিকাল ৩টায় সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া মহল্লায় অবস্থিত দেওয়ান প্লাজার তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩০০ নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দেওয়ান মো. মাহবুবুর রহমান মিঠু। তিনি বলেন, গত ২৩ জুন ‘দৈনিক কালের কণ্ঠ’ পত্রিকার শেষ পাতায় ‘চাঁদাবাজি, দখল বাণিজ্যে অতিষ্ঠ সিংগাইরের বহু মানুষ’ শীর্ষক একটি বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে তাকে জড়িয়ে পতিত সরকারের সাথে আতাত, চাঁদাবাজি, দখল বাণিজ্য ও দলবল নিয়ে হামলার মতো গুরুতর অভিযোগ তুলে ধরা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।
তিনি আরও বলেন, “আমি বিএনপির জন্মলগ্ন থেকেই পারিবারিকভাবে এ দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০০৩ সাল থেকে সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। বিগত সরকারের শাসনামলে কোনো রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করিনি। বরং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এক ডজনেরও বেশি মিথ্যা মামলায় হয়রানি, হামলা ও কারাবরণ করেছি।”
মিঠু আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার জনপ্রিয়তাকে হেয় করতে ও বিএনপির অভ্যন্তরে বিভাজন তৈরি করতে মিথ্যা তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছে। তিনি বলেন, “যদি কেউ সংবাদে প্রকাশিত অভিযোগের একটি বিষয়ও প্রমাণ করতে পারেন, আমি নিজেই নিজের বিচার করব।”
সংবাদ সম্মেলনে বক্তারা মিঠুর পক্ষ নিয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান এবং এতে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, দেওয়ান মিঠু একজন সৎ, সাহসী ও জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন সংবাদ শুধু রাজনৈতিক উদ্দেশ্যেই প্রচার করা হয়েছে।
এ সময় সিংগাইরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।