
ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ছোট মুচকুরনী মহেশ্বরদী গ্রামে ভ্যানের সাথে সংঘর্ষে মোঃ আব্দুল্লাহ(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সে ছোট মুচকুরনী গ্রামের কাচামাল ব্যবসায়ী আজিজুল মোল্লার ছেলে। রোববার রাত দশটার দিকে বাবার সাথে কাচামালের ব্যবসার কাজ শেষে পুখুরিয়া বাজার থেকে বাড়ী যাওয়ার পথে মহেশ্বরদী বাগবাজার হাইস্কুলের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে , স্থানীয় পুখুরিয়া বাসষ্টান্ড বাজারে বাবার সাথে কাচামালের ব্যবসা করতো। প্রতিদিনের মত ওই বাজারে বেঁচাকেনা শেষে কিছু মালামাল সহ সম্প্রতি ক্রয় করা মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনাস্থল বাগমারা মোড় স্কুলের নিকট পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সোমবার সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার পরিবার বিষয়টি নিশ্চিত করেন। মরদেহটি আনুষ্ঠানিকতা শেষে বাড়িতে আনা হচ্ছে। আব্দুল্লাহর বন্ধু মোঃ রাসেল মোল্লা তার স্মৃতিচারন করে বলেন, গতকাল সন্ধ্যায় তার সাথে শেষ কথা। অথচ এটাই যে শেষ কথা হবে কে জানতো!!