আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর ) প্রতিনিধি :-
ফরিদপুরের বোয়ালমারীতে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন যুব দল নেতা ফকির মো নাসিম। যেখানে মানুষ ভাল কাজ করতে ভুলে গেছে। সব সময় শুধু অপরাধ কাজে কর্মে ব্যস্ত থাকে । ধর্মপ্রাণ মানুষের নামাজ আদায় করার জন্য নিজ উদ্যোগে সাতৈর রেল স্টেশনের পাশে একটি মসজিদ নির্মাণ করছে।
মসজিদ নির্মাণে উদ্যোগ কর্তা ফকির মোহাম্মদ নাসিম বলেন, আমি ধর্মপ্রাণ মুসলমানদের ও যাত্রীদের কথা চিন্তা করে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করছি সকল কে নিয়ে। এখানে রেল স্টেশনে দূর দুরান্ত থেকে আসা যাত্রীরা নামাজের সময় নামাজ আদায় করতে পারে না।স্টেশন রোডের দোকানদাররা মিলে আমার মার্কেটে বিস্কুটের বেকারিতে জামাতে নামাজ আদায় করে। কারণ বড় মসজিদটা একটু দূরে।
আলহামদুলিল্লাহ আনোয়ার হোসেন / আব্দুল ওয়াদুদ খান /লিঠু ভাই / মুক্তার হোসেন/দাউদ মাতুব্বর/ রমজান কাকা / দবির মামা সবাইকে সাথে নিয়ে এ পর্যন্ত করতে পেরেছি বিশেষ ধন্যবাদ"আমার আনোয়ার হোসেন বাবুর্চি ভাইকে ও দবির ভাইকে। আমাকে সার্বিকক্ষণ সহযোগিতা করার জন্য।এখনো অনেক কাজ বাকি আছে সদকায় জারিয়া হিসাবে মসজিদ নির্মাণের সহযোগিতা করতে চাইলে আলহামদুলিল্লাহ যোগাযোগ করবেন।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল