মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী
প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মাসানডাঙ্গী গ্রামে সঙ্গিতা রায় ১৩ নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাপের কামড়ে মারা গেছে।
বৃহস্পতিবার সকাল ৯:৩০টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চিকিৎসক ডা. রকিবুল আলম জানান
সাপটি মাথার উপর ভাগে কামড়েছিল। দেরিতে হাসপাতালে আনার কারণে বিষ ছড়িয়ে গিয়েছিল।
আমরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারিনি।
পরিবারের লোকজন প্রায় ৫ ঘণ্টা একটি ওঝার কাছে ঝাড়ফুকে সময় নষ্ট করেন। যা চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল।
মৃত সঙ্গিতা রায় মাসানডাঙ্গী
গ্রামের গুরুদাস রায়ের মেয়ে
এবং লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।
একটি অনুরোধ:
জীবন-মৃত্যুর বিষয়গুলোকে বিজ্ঞান ভিত্তিক ভাবে দেখুন।
সাপের কামড় হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে যান।
ঝাড়ফুক নয়, বিশ্বস্ত চিকিৎসাই পারে জীবন বাঁচাতে।
সাপের_কামড়
সচেতনতা
বালিয়াডাঙ্গী
সঙ্গিতার মৃ/ত্যু।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল