আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী ফরিদপির)
, বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
শত্রুতার বিষে পুড়ল কৃষকের ধানক্ষেত
ফরিদপুরের বোয়ালমারীতে ৩০ শতক জমির রোপন করা বোরো ধানের ক্ষেত রাসায়নিক পদার্থ দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১০সেপ্টেম্বর) রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর গ্রামের ভোতনের মাঠে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মো কবির শিকদার বাদী হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী কবির শিকদার বলেন।
রাতে কীটনাশক ছিঁটিয়ে আমার ৩০ শতক জমির চারা ধান নষ্ট করে দেয়া হয়েছে। আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা বলেন, আমি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ধানের চারাগাছগুলো ঝলসে দেয়া হয়েছে।
বোয়াল মারী থানার এসআই মো নাসির অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল