সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা ইউনিয়নের এক প্রান্তিক সকাল। ইউনিয়ন পরিষদ চত্বরে ভিড় জমিয়েছেন গ্রামের অসহায় ও দরিদ্র নারীরা। কারও হাতে খুদে সন্তান, কেউবা বয়সের ভারে ন্যুব্জা হয়েও এসেছেন জীবনের ছোট্ট আশার খোঁজে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সেই আশার আলো ছড়িয়ে দিল ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচি।
সিরাজগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ চক্রের ২৬০ জন সুবিধাভোগীকে দেওয়া হয় বিশেষ কার্ড। শুধু কার্ড নয়, এর সঙ্গে তিন মাসের চাল (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) হাতে পেয়ে খুশির হাসি ছড়িয়ে পড়ে নারীদের মুখে।
একজন সুবিধাভোগী বললেন—
"আগে সংসার চালানো কষ্ট হতো, এখন অন্তত কিছুটা স্বস্তি পাব।"
তাদের কণ্ঠে কৃতজ্ঞতা, চোখেমুখে একফোঁটা স্বস্তির আভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আলমগীর হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলিমুল ইসলাম ও সাইদুল ইসলাম, ট্রাক অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউনিয়ন পরিষদের মেম্বার আমির হোসেন, আবু তাহের ঝন্টু, শাহাদত হোসেন বাবু ও মহিলা সদস্য জাহানারা বেগমও অংশ নেন।
তাদের তত্ত্বাবধানে কার্ড ও চাল সুষ্ঠুভাবে বিতরণ হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও সন্তোষের সুর বেজে ওঠে।
এই কর্মসূচি শুধু একটি ভাতা নয়, বরং গ্রামীণ নারীদের জীবনে নতুন করে বেঁচে থাকার সাহস জোগায়। দারিদ্র্য ও সংগ্রামের মাঝেও তারা বুঝতে পারেন—রাষ্ট্র তাদের পাশে আছে।
জলিলুর রহমান জনি
সিরাজগঞ্জ প্রতিনিধি
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল