বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক মো. সোহান (২৭)-এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লামা পর্যটন হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদেকুল মাওলা ধ্রুব।
তিনি জানান, লামা ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম ফায়ার সার্ভিস ডুবুরি দল যৌথভাবে অনুসন্ধান চালিয়ে ঘটনাস্থল থেকেই মরদেহ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে লামায় বেড়াতে আসেন দুই বন্ধু মো. সোহান ও মো. শাকিল। তারা স্থানীয় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। দুপুরে পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামলে পানির স্রোতে ভেসে যান সোহান।
ঘটনার পর স্থানীয়রা লামা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে।
পরে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযান চালায়। অবশেষে নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
মো. সোহানের বাড়ি ঢাকার মিরপুর ইসিবি চত্বরে বলে জানা গেছে।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল