আব্দুল মতিন মুন্সী, রিপোর্টার |
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা মঙ্গলবার (৭ অক্টোবর) বোয়ালমারী সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
কালিয়ান্ড বাজার, চালিনগর ও চরধুলনা এলাকায় একাধিক পথসভায় তিনি উপস্থিত হয়ে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
---
🟢 “ন্যায় ও ইনসাফের রাজনীতি ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হতে হবে”
পথসভাগুলোতে বক্তব্য দিতে গিয়ে প্রফেসর ইলিয়াস মোল্লা বলেন —
> “দেশে ন্যায়, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ইসলামী মূল্যবোধে ঐক্যবদ্ধ হতে হবে। নীতি, ন্যায় ও জবাবদিহিতার রাজনীতি ফিরিয়ে আনতে জনগণের সহযোগিতা অপরিহার্য।”
তিনি আরও বলেন,
> “আজ দেশজুড়ে দুর্নীতি, দুঃশাসন ও অন্যায়ের ছায়া বিস্তৃত। জনগণের অধিকার ও ন্যায়বিচার রক্ষায় ইসলামী মূল্যবোধে পরিচালিত নেতৃত্বের বিকল্প নেই।”
---
🟢 উচ্ছ্বসিত জনতা, প্রাণবন্ত পরিবেশ
পথসভায় অংশ নিতে সকাল থেকেই বিপুলসংখ্যক জনতার সমাগম ঘটে।
সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষ প্রার্থীকে ঘিরে স্লোগান দিতে থাকেন—
🗣️ “দাঁড়িপাল্লা চাই, ইনসাফ চাই!”
স্থানীয় এক দোকান মালিক বলেন,
> “ইলিয়াস স্যার আমাদের এলাকার একজন শিক্ষিত ও সৎ মানুষ। আমরা তাঁকে বিশ্বাস করি, কারণ তাঁর মধ্যে নেতৃত্বের গুণ আছে।”
আরেক তরুণ কর্মী বলেন,
> “তিনি শুধু রাজনীতিবিদ নন, একজন শিক্ষাবিদও। তাঁর মতো মানুষ সংসদে গেলে দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত হবে।”
---
🟢 শিক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রেরণামূলক বার্তা
পথসভা শেষে প্রফেসর ড. ইলিয়াস মোল্লা স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে নৈতিকতা ও মানবিকতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন,
> “যে প্রজন্ম জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে গড়ে উঠবে, তারাই পারবে এই দেশকে প্রকৃত অর্থে সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে।”
শিক্ষক-শিক্ষার্থীরা প্রার্থীর বক্তব্যে উচ্ছ্বসিত হন এবং তাঁকে ধন্যবাদ জানান।
---
🟢 ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি
প্রফেসর ইলিয়াস মোল্লা বলেন,
> “আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবা ও আল্লাহভীতির ভিত্তিতে ন্যায় প্রতিষ্ঠার জন্য। ইসলামী মূল্যবোধে পরিচালিত সমাজই পারে দেশের প্রকৃত অগ্রগতি নিশ্চিত করতে।”
তিনি জানান, যদি জনগণ তাঁকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করেন, তবে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবেন।
---
🟢 জনগণের প্রত্যয়: ‘দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেব ইনশাআল্লাহ’
সভা শেষে স্থানীয় জনগণ বলেন,
> “আমরা পরিবর্তন চাই, ন্যায় চাই, ইনসাফ চাই। এজন্য আমরা 🗳️ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেব ইনশাআল্লাহ।”
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রার্থীকে ঘিরে দৃঢ় সমর্থন ব্যক্ত করেন এবং এলাকার শান্তি, উন্নয়ন ও ইনসাফভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল