আব্দুল মতিন মুন্সী :- বোয়ালমারী ( ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামে ৮০ বছরের ভোগদখলীয় জমি দখল ও ফসল নষ্টের অভিযোগ উঠেছে সাংবাদিক মুকুল বোসসহ কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, কেয়াকগ্রামের সাংবাদিক মুকুল বোস, স্থানীয় যুবদল নেতা বকুল, যুবলীগের সহসভাপতি বাচ্চু বিশ্বাস ও যুবলীগ সদস্য বিলায়েত বারী মিলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালান।
অভিযোগকারী হুমায়ুন কবির জানান, তাদের পরিবার প্রায় ৮০ বছর ধরে উক্ত ১২০ শতাংশ পৈতৃক জমিতে কৃষিকাজ করে আসছে। জমিটির সিএস, এসএ, মাঠ রেকর্ড ও দলিলসহ সব বৈধ কাগজপত্র তাদের দখলে রয়েছে।
তিনি অভিযোগ করেন, সম্প্রতি অভিযুক্তরা দলবল নিয়ে জোরপূর্বক জমিতে প্রবেশ করে লাগানো লাউ, মরিচ, শিমসহ বিভিন্ন সবজি গাছ উপড়ে ফেলে ব্যাপক ক্ষতি সাধন করেছে। এতে প্রায় এক থেকে দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার কারণে ভুক্তভোগী পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জমিতে ফসল নষ্টের চিহ্ন স্পষ্ট এবং পরিবারটি প্রশাসনের সহায়তা কামনা করছে।
ভুক্তভোগী হুমায়ুন কবির বলেন, “আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রভাবশালী মহল জোর করে জমি দখলের চেষ্টা করছে। আমরা প্রশাসনের ন্যায়বিচার চাই।”
এ বিষয়ে সাংবাদিক মুকুল বোস, বকুল, বাচ্চু বিশ্বাস ও বিলায়েত বারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।
পরিচালনা পরিষদ:
সম্পাদক: আমিনুল ইসলাম আমিন তপদার
সহ-সম্পাদক রুবেল শিকদার
জুনিয়র সহ-সম্পাদক: নাজমুল হাসান
মামুন
উপদেষ্টা মন্ডলীর সভাপতি: কাজী
হাবিবুর রহমান
মোঃ নুরুল হক সরকার(উপদেষ্টা)
মেহেদী হাসান স্বপন (উপদেষ্টা)
জসিম উদ্দিন তপদার (উপদেষ্টা)
উপদেষ্টা সাংবাদিক তুহিন ফয়েজ
হাজী আবুল হোসেন(উপদেষ্টা)
বার্তা সম্পাদক:আবু কাউছার আহমেদ
প্রকাশক: এডিটর: রাহুল