(স্টাফ রির্পোটার) সবুল আল আজাদ
সিরাজগঞ্জ জেলার সলংগা ফজিল মাদ্রাসার অবসর প্র্রাপ্ত শিক্ষক বিদায়ী সংবর্ধনা জিপিএ ৫. ০০ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ সংবর্ধনা,পুরস্কার বিতরণ সম্পন্ন”
সিরাজগঞ্জ জেলার সলংগা ফজিল মাদ্রাসার অবসর প্র্রাপ্ত শিক্ষক বিদায়ী সংবর্ধনা জিপিএ ৫. ০০ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
আজ শনিবার (২৮ জানুয়ারি) সকালে ১০. ৩০ মিনিট রায়গঞ্জ উপজেলা- সলংগা থানার – সলংগা ফজিল মাদ্রাসা এক জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সলংগা ফজিল মাদ্রাসা পরিচালনা করেন সংগা থানার সভাপতি আলহজ্ব মোঃ রায়হান গফুর সাহেব এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ জেলার এমপি মহাদয় জনাব, ডাঃ আব্দল আজিজ সাহেব।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, তৃপ্তি কণা মন্ডল উপজেলা নির্বাহী অফিসার রায়গঞ্জ ।
আরাও উপস্থিত ছিলেন সলংগা থানার অফিসার ইনর্চাজ জনাব, মোঃ শহিদুল ইসলাম
সন্মানিত আরো অনেকে ছিলেন ।
সলংগা ফাজিল মাদ্রাসা আইসিটি ল্যাব এবং একটা ভবনের ঘোষনা দেন জনাব, ডাঃ আব্দল আজিজ সাহেব এম,পি
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।তারপর অতিথিদের বরণ করে নেওয়া হয়েছে। অতিথিবৃন্দও নবীন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন।তারপর অতিথি, শিক্ষকমন্ডলী ও অভিভাবকমন্ডলী বক্তব্য রাখেন।উপস্থিত অতিথিবৃন্দ জিপিএ ৫. ০০ প্রাপ্তদের সংবর্ধনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।সবশেষে দুয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।