1. admin@nagorikexpress.com : admin :
৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| সকাল ১১:৫০|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের প্রতিটি প্রতিনিধির ঠিকানা ও মোবাইল নাম্বার:পান্না আক্তার মহিলা রিপোর্টার গাজীপুর সদর. মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি 01303691274 মোঃ ফজলুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 01718779024 আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী উপজেলা, ফরিদপুর জেলা মোবাইল নম্বর ০১৬৪৪৫১১৪৮১ মো: আবদুল্লাহ নুর পিরোজপুর জেলা প্রতিনিধি মোবাইল :01903942440 মো: আব্দুর রউফ, পাবনা সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মোবাইল :০১৭২৩৫৫২৬৩১ মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মোবাইল -01902300500 নামঃ মোঃআরাফাত গাজীপুর সদর উপজেলা মোবাইলঃ০১৯৮৬০৪৯৮০০ মোঃ সরোয়ার হোসেন ভাঙ্গা উপজেলা , ফরিদপুর। মোবা: ০১৭৩১৭১১৯৪৭ নাম: মোঃ জুবায়ের রহমান অনিক প্রতিনিধির এলাকা: বংশাল থানা, ঢাকা। মোবাইল: ০১৭৭৮২-৫৩১৪৪ . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

মৃত ভাইয়ের পাসপোর্ট তৈরিকরে ও নিজের তথ্যগোপন করে বড় ভাইয়ের আমেরিকা ভ্রমণ

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

মো: তুহিন ফয়েজ, মৃত ভাইয়ের পাসপোর্ট তৈরি করে ও নিজের তথ্যগোপন করে বড় ভাইয়ের আমেরিকা ভ্রমণ এবং পারিবারিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে বড় ভাই ইলিয়াছের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাড়ীভাঙ্গা গ্রামে ৷ ইলিয়াছ বাড়ীভাঙ্গা গ্রামের ঢালী বাড়ীর মৃত হাফেজ মো: হোসেন এর ছেলে ৷

এ ঘটনায় মৃত মো: রিয়াদের ভুক্তভোগী পরিবার ও তার ভগ্নিপতি মো: জাকির হোসেন অভিযোগ করে সাংবাদিকদের বলেন,মো: রিয়াদ ও ইলিয়াছ তারা দুজনই আমার শ্যালক তারা দুজনেই আমেরিকা যাওয়ার জন্য আবেদন করে ছিলেন মো: রিয়াদ ২০১৩ সালে মারাযায় এবং পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় ৷ এবং ২০১৯ সালে মতলব উত্তর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তারের কাছ থেকে মো: রিয়াদের মৃত্যুর একটি প্রত্যনপত্র এবং ষাটনল ইউনিয়ন পরিষদ থেকে মৃত্য প্রত্যয়ন যার সনদ নং- ২৫১৩১৭৯৭৩০২০০০১৪৪ সংগ্রহ করেন মৃত মো: রিয়াদের পরিবারবর্গ ৷

মো: রিয়াদ ২০১৩ সালে মারা যাওয়ার পর তার আবেদনটি আমেরিকান এম্বাসি আমেরিকা যাওয়ার অনুমতি প্রদান করেন কিন্তু তার বড় ভাই ইলিয়াছের আবেদনটি পেনডিং অবস্থায় থেকে যায় ৷

ইলিয়াছ তার পরিচয় গোপন রেখে মো: রিয়াদ পরিচয় দিয়েই একটি পাসপোর্ট যার নং -BL 0173369 তৈরি করেন এবং মো: রিয়াদ নামেই ভিষাসহ আমেরিকায় যাওয়ার জন্য তার সমস্তকাগজ পত্র তৈরি করে ২০১৭ সালে মো: রিয়াদ পরিচয়েই আমেরিকায় ভ্রমণ করেন ৷

ইলিয়াছ বর্তমানে মো: রিয়াদ পরিচয়েই আমেরিকা থেকে দেশে আসা- যাওয়া করছেন যে কোন সময় দূর্ঘটনা ঘটলে মো: রিয়াদের স্ত্রী- সন্তান ক্ষয়ক্ষতির স্বীকার হতে পারে বলে মৃত মো: রিয়াদের পরিবারবর্গ জানান ৷

ইলিয়াছ প্রতারনার মাধ্যমে মৃত মো: রিয়াদের স্ত্রী-সন্তানদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তার নিজের তথ্য গোপন করে মো: রিয়াদ নামেই তার সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছে বলে সাংবাদিকদের কে জানিয়েছেন মো: রিয়াদের ভগ্নিপতি মো: জাকির হোসেন ৷

ইলিয়াছের মামা শওকত ওসমান সাংবাদিকদের জানান, জীবিত ইলিয়াছ ও মৃত মো: রিয়াদ তারা দুজনেই আমার ভাগিনা রিয়াদ মারা যাওয়ার পর ইলিয়াছ মো: রিয়াদের পাসপোর্ট ও ভিষার মাধ্যমেই আমেরিকা যান ৷ এবং ইলিয়াছ আমার ছোট ভাগিনা মৃত মো: রিয়াদের সন্তানের ভরণ- পোষণের খরছ- বরছও দেয় ৷

ইলিয়াছের চাচতো ভাই ফেরদাউস বলেন, রিয়াদ মারা গেছে ইলিয়াছ আমেরিকা গেছে ইলিয়াছতো রিয়াদের সন্তানের ভরণ- পোষণ খরছতো দেয় ৷

ইলিয়াছের প্রতিবেশী প্রবীন শিক্ষক আব্দুস সাত্তার মাস্টার জানান, মৃত মো: রিয়াদের ভিষা ও পাসপোর্ট দিয়েই তার বড় ভাই ইলিয়াছ আমেরিকায় গেছে তারা আমাগোই আত্বীয় ৷

নাম প্রকাশ না করার শর্তে বাড়ীভাঙ্গা গ্রামের নারী – পুরুষ একাদিক ব্যাক্তি জানান, ঘটনাতো সত্য এইটা গ্রামের সবাই জানে এটা হলো তাগো পারিবারিক ব্যাপার ৷

রিয়াদের পরিবারসূত্রে জানা যায়, ইলিয়াছ আমেরিকায় যাওয়ার সময় মৃত মো: রিয়াদের পরিবারের ভরণ- পোষণের খরছ বরছ দেয়ার কথ ছিলো ৷

মৃত মো: রিয়াদের স্ত্রীর সাথে তার মোবাইলে ০১৬৮১০১৮১৫১ নাম্বারে
কলকরে উক্ত বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে জানান ৷
এদিকে ইলিয়াছের সাথে যোগাযোগের চেষ্টাকরে তাকে পাওয়া যায়নাই ৷

ইলিয়াছ তার নিজের পরিচয় ও তথ্য গোপনকরে তার আপন ছোট ভাই মৃত মো: রিয়াদের পরিচয় বহন করেই তার সমস্ত কাজকর্ম করে যাচ্ছেন যা সম্পুর্ন নিয়ম বহির্ভূত অবৈধ একটি কাজ ৷

নিজের তথ্যগোপনকারী প্রতারক ইলিয়াছ কে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের আওতায় আনার জন্য আমেরিকান এম্বাসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিকামনা করছেন মো: রিয়াদের পরিবারবর্গ ও এলাকাবাসী ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর