1. admin@nagorikexpress.com : admin :
১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| দুপুর ১২:০১|
নোটিশ :
পরিচালনা পরিষদ: সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে আজই আপনার বায়োডাটা আমাদের ইমেইল এড্রেস এ পাঠিয়ে দিন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বর্তমানে আমাদের প্রতিটি প্রতিনিধির ঠিকানা ও মোবাইল নাম্বার:পান্না আক্তার মহিলা রিপোর্টার গাজীপুর সদর. মোঃ নুরুজ্জামান ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গী উপজেলার প্রতিনিধি 01303691274 মোঃ ফজলুর রহমান ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি 01718779024 আব্দুল মতিন মুন্সী বোয়ালমারী উপজেলা, ফরিদপুর জেলা মোবাইল নম্বর ০১৬৪৪৫১১৪৮১ মো: আবদুল্লাহ নুর পিরোজপুর জেলা প্রতিনিধি মোবাইল :01903942440 মো: আব্দুর রউফ, পাবনা সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মোবাইল :০১৭২৩৫৫২৬৩১ মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, মোবাইল -01902300500 নামঃ মোঃআরাফাত গাজীপুর সদর উপজেলা মোবাইলঃ০১৯৮৬০৪৯৮০০ মোঃ সরোয়ার হোসেন ভাঙ্গা উপজেলা , ফরিদপুর। মোবা: ০১৭৩১৭১১৯৪৭ নাম: মোঃ জুবায়ের রহমান অনিক প্রতিনিধির এলাকা: বংশাল থানা, ঢাকা। মোবাইল: ০১৭৭৮২-৫৩১৪৪ . সকলের আইডি কার্ডের মেয়াদ শেষ। দ্রুত আইডি কার্ড সংগ্রহ করুন জনপ্রিয় পত্রিকা নাগরিক এক্সপ্রেস এর পক্ষ থেকে সবাইকে পরিচালনা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন । বর্তমানে সারা বাংলাদেশে আইডি কার্ড ধারি আমাদের কোন সংবাদ কর্মী নেই যারা আছেন তাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাই উক্ত সাংবাদিকগণ আমাদের প্রতিষ্ঠানে কর্মরত আছেন বলে বিবেচিত হবে না। যদি কারো আইডি কার্ডের প্রয়োজন হয় তাহলে খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি কি সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? আপনি কি সমাজের সমস্ত অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে লিখতে চান? তাহলে আজই আমাদের সাথে যোগাযোগ করুন. নিরপেক্ষ সংবাদ এর সন্ধানে। আপনার এলাকায় ঘটে যাওয়া যেকোনো অনিয়ম দুর্নীতি আমাদের কাছে ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন অথবা নিচে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে সাংবাদিক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজ ই আমাদের সাথে যোগাযোগ করুন.

*ঈদুল আজহায় অপোর আকর্ষণীয় অফার, বাজারে মিলছে নতুন এ৫এক্স*

Reporter Name
  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

ঢাকা, ২০ মে ২০২৫- শীর্ষ বৈশ্বিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘অপো’ আসন্ন ঈদুল আজহা’র আনন্দ বহুগুণ বাড়িয়ে দিতে বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশেষ সব অফারের ঘোষণা দিয়েছে। এবং এই উৎসব উদযাপনের অংশ হিসেবে ব্র্যান্ডটি নতুন স্মার্টফোন অপো ‘এ৫এক্স’ (৪জিবি+৬৪জিবি) আকর্ষণীয় বাজার মূল্যে সারাদেশে প্রাপ্তির কথাও জানিয়েছে।
এবারের ঈদ আয়োজনে অপো-ভক্তদের বাড়তি প্রাপ্তি হিসেবে থাকছে- একটি ‘মেগা ঈদ লটারি’, যেখানে গ্রাহকরা জিতে নিতে পারেন পছন্দের গন্তব্যে তাদের স্বপ্নের ইন্টারন্যাশনাল ‘ড্রিম ট্রিপ’, অথবা অফিসিয়াল স্ট্রিমিং পার্টনার বঙ্গো’তে ১ মাসের ফ্রি সাবসক্রিপশন। এসব রোমাঞ্চকর থ্রিলিং রিওয়্যার্ডস ছাড়াও, কিছু নির্দিষ্ট স্মার্টফোন কিনে ক্রেতারা পাবেন নিশ্চিত উপহার- যেমন, ‘অপো এ৫ প্রো’ এর প্রতিটি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাবে ১টি প্রিমিয়াম আমব্রেলা, ‘অপো রেনো১৩ এফ’ এর সঙ্গে স্টাইলিশ ট্রাভেল ব্যাগ, এবং নতুন উন্মোচিত হওয়া ‘অপো এ৫এক্স’ এর সঙ্গে বিশেষ অ্যাক্সেসরিজ গিফট বক্স। এই বিশেষ ঈদ অফারগুলোর লক্ষ্য অপো-ফ্যানদের ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করা, যাতে তারা প্রিয়জনদের সাথে তৃপ্তি নিয়ে উৎসবটি উদযাপন করতে পারেন।
এই ক্যাম্পেইনটি ভোক্তাদের প্রতিটি মুহূর্ত রাঙিয়ে তুলতে ও স্মরণীয় করে রাখতে অপোর প্রতিশ্রুতিই পুর্নব্যক্ত করে। তাই নিজের ব্যবহারের জন্য অথবা কাছের কাউকে উপহার হিসেবে দেবার জন্য অপো ঈদ উপহার হিসেবে নিয়ে এসেছে ‘প্রয়োজন’,ও ‘উদ্ভাবন’ এর মিশেলে দারুণ এক অভিজ্ঞতা।
‘অপো এ৫এক্স (৪জিবি+৬৪জিবি)’ সাশ্রয়ী মূল্যে মাত্র ১৩,৯৯০ টাকায় আউটলেটগুলোতে পাওয়া যাচ্ছে ২১মে থেকে। কাঙ্খিত এই স্মার্টফোন দেবে হাই-পারফরম্যান্স, অনমনীয় টেকসইতা। স্মার্টফোনটিতে আরো আছে আইপি৬৫-রেটেড পানি ও ধুলোবালি থেকে সুরক্ষা, মিলিটারি গ্রেডের ড্রপ প্রটেকশন, স্টাইলিশ-স্লিম ডিজাইন যা হতে পারে কর্মব্যস্ত মানুষের দারুণ সঙ্গী।
ফ্ল্যাগশিপ-লেভেল কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতার এই মোবাইলে আরো আছে- এআই ইরেজার ২.০, এআই আনব্লার, এআই স্টুডিও ২.০ এবং এআই ক্লিয়ারিটি এনহেন্সার- যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রেফেশনাল-গ্রেড এ ছবি এডিট করতে পারবেন। ডিভাইসটিতে আরো আছে ৩২ মেগাপিক্সেল এর রিয়ার ক্যামেরা, ৬.৬৭ ইঞ্চির ৯০ হার্টজ ডিসপ্লে এবং ৩০০% আল্ট্রা ভলিউম মোড। এসব ফিচার আউটডোর এর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম যা, ‘এ৫এক্স’কে অল-রাউন্ড পারফরমার করে তুলেছে।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়ং বলেন, “এবারের ঈদুল আজহায় বাংলাদেশের গ্রাহক ও ভোক্তাদের অপো প্রযুক্তির চেয়ে বেশি কিছু অফার দিতে চায়; যা তাদের উৎসব উদযাপনে ও স্মৃতিগুলো স্মরণীয় করে রাখতে সাহায্য করবে। ঈদে আমাদের আকর্ষণীয় অফার ও সারাদেশে অপোর ‘এ৫এক্স’ এর প্রাপ্তিকে উপলক্ষ করে আমরা গ্রাহকদের আনন্দের ভাগিদার হতে চাই। তাই মেগা প্রাইজ, বিশেষ গিফট কিংবা টেকসই স্মার্টফোন, তা যাই হোক না কেন; অপো সবার ঈদ আনন্দ বহুগণ বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”
‘অপো এ৫এক্স(৪জিবি+৬৪জিবি)’ পাওয়া যাবে অপোর সব আউটলেটে এবং স্বীকৃত খুচরা বিক্রেতাদের কাছে। বিস্তারিত তথ্য জানতে অপো বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/OPPOBangladesh এবং অপো বাংলাদেশের ওয়েবসাইট www.oppo.com/bd ভিজিট করুন।

Sharmin Rahman Nishu
Assistant Manager, Media Relations
Opas Communications

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© নাগরিক এক্সপ্রেস । সর্বসত্ব সংরক্ষিত। নাগরিক এক্সপ্রেস এর প্রকাশিত প্রচলিত কোনো সংবাদ তথ্য ছবি আলোকচিত্র রেখা চিত্র ভিডিও চিত্র অডিও কনটেস্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামত এর জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ণ লেখক এর