শাহিনুল ইসলাম,কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ ও মূখ্য সংগঠক সাদিকুর রহমান স্বাক্ষরিত উলিপুর উপজেলা আহ্বায়ক কমিটিতে রাকিব হাসান-কে আহ্বায়ক ও নাজমুল আল হাসান-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।১২৫ সদস্যবিশিষ্ট ৩ মাস মেয়াদি এই আহ্বায়ক কমিটিতে মূখ্য সংগঠক হিসেবে নাসির হোসাইন, মুখপাত্র হিসেবে হুমায়রা আক্তার, সংগঠক হিসেবে জিহাদ সরকার সোয়াদ ও অন্যান্যদের বিভিন্ন দায়িত্ব দেয়া হয়।
কমিটির সদস্য সচিব- নাজমুল আল হাসান বলেন,কমিটিটি আমার দৃষ্টিগোচর হয়েছে।মূলতঃ কমিটি কোন মূখ্য বিষয় নয়; কাজই মূখ্য বিষয়।কমিটি থাকলেও আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব,কমিটি না থাকলেও আমাদের কাজের গতি কমবে না। “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” প্লাটফর্মটি যেহেতু লেজুড়বৃত্তিহীন সাধারণ শিক্ষার্থীদের জোট। সেক্ষেত্রে আমরা সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি এবং করে যাব।