কর্ণফুলী প্রতিনিধি
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রাদিপাদ্যে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ভূমি অফিসে “ভূমি মেলা”-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা তিনদিন ব্যাপী(২৫-২৭ মে) মেলাটি উদ্বোধন করেন। তিনদিন ব্যাপী এ মেলায় ১ম দিন বর্ণাঢ্য র্যালী, স্টল পরিদর্শন ও সেমিনার করা হয়। ২য় দিনে গণশুনানী ও কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ভূমি আড্ডা আয়োজন করা হয়। এবং ৩য় দিন কুইজ প্রতিযোগিতা, জণসচেতনমূলক সভা ও সমাপণী আয়োজনের মধ্য দিয়ে জমজমাট ভূমি মেলার সমাপ্তি হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রয়া ত্রিপুরা বলেন, তিনদিনের এ মেলার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, ডিজিটাল ও নাগরিকবান্ধব করার লক্ষ্যে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ যেমন জমির দাখিলা, দলিল ও দখল থাকলে নামজারির ক্ষেত্রে ভূমি সেবায় হয়রানি বন্ধ এবং দ্রুত ও সহজে সেবা নিতে পারার বিষয়ে জনসাধারণকে অবহিত করা হয়।
এছাড়াও মেলার বুথসমূহে জমি ক্রয়ের সাথে সাথে ভূমি মালিকানা সনদ প্রদান, ডিজিটাল জরিপ ও ডিজিটাল ল্যান্ড জোনিং এর মাধ্যমে ভূমির সর্বোচ্চ এবং সঠিক ব্যবহার নিশ্চিতকরণ, ডিজিটাল পদ্ধতিতে দলিল ও ই-নামজারির সেবা জনগণের মাঝে পৌঁছানোর বিষয়ে সেবা গ্রহীতাদের ধারণা দেওয়া হয়।