ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধিঃ ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ৩ তিনদিন ব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্বরে সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সাব রেজিস্টার পারভেজ খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহবুব হোসেন মোতালেব,সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু,মোঃ শাহাদাত হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) ইন্দ্রজিৎ দত্ত,সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মেহেদী হাসান, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ কাওসার মাতুব্বর, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভূমি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শুধী সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠান শেষে ভূমি মেলার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসে প্রিন্টার ও স্ক্যানার উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।