দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে দুইজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
জানা গেছে, গত শনিবার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনা শনাক্ত কার্যক্রম শুরু হয়। রবিবার ও সোমবার কেউ নমুনা দিতে না এলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে ১১ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ১০ জনের করোনা টেস্ট করা হয়। পরীক্ষার ফলাফলে দুইজনের রিপোর্ট পজিটিভ আসে।
পজিটিভ শনাক্ত দুইজনের মধ্যে একজন দিনাজপুর মেডিকেল কলেজের ২২ বছর বয়সী এক শিক্ষার্থী এবং অপরজন শহরের ছোট গুড়গোলা এলাকার ৫০ বছর বয়সী এক গৃহবধূ।
দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান প্রাথমিকভাবে র্যাপিড টেস্টে দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা আরও নিশ্চিত পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। চূড়ান্ত ফলাফল পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে করোনা শনাক্তের সংখ্যা বাড়তে পারে। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।