মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে এ শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়। নতুন শনাক্ত ব্যক্তি শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা যার বয়স ৫৭ বছর।
সংশ্লিষ্ট সূত্র জানায় বুধবার করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন মোট ৮ জন। তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ আসে বাকিদের রিপোর্ট নেগেটিভ।
দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান আজ একজনের শরীরে প্রাথমিকভাবে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত দুই দিনে জেলায় মোট তিনজন করোনা রোগী শনাক্ত হলেন।
তিনি আরও জানান, আক্রান্ত ব্যক্তির নমুনা পুনরায় নিশ্চিত পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে হঠাৎ করে করোনা শনাক্তের হার বাড়তে থাকায় জেলার হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছে।