মো: মিলন আহাম্মেদ দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন। নতুন এই দুজনসহ জেলায় তিনদিনে মোট পাঁচজন করোনা রোগী শনাক্ত হলেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষার বুথে তাদের নমুনা পরীক্ষা করা হয় এবং রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।
আক্রান্তরা দিনাজপুর সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের হুগলিপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ১৫ ও ২২ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার করোনা উপসর্গ নিয়ে মোট ১২ জন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। পরীক্ষা শেষে ভাই-বোন দুজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়।
দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে গত তিনদিনে জেলায় পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। সকলকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত নমুনা পরীক্ষা করার আহ্বান জানিয়েছে।