এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁ মহাদেবপুরে মেধাবী জমজ ২ ভাইকে শিক্ষা সহায়তার জন্য উপজেলা সমাজ সেবা কমিটির তহবিল থেকে ২২ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে । ৪ জুলাই সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুজ্জামান ওই মেধাবী শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসার মো: রেজোয়ানুল হক , মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী বাবলু, মুক্তিযোদ্ধা আ: মান্নান মানু প্রমুখ উপস্থিত ছিলেন । উপজেলার উত্তর গ্রামের মজিবর রহমানের জমজ ২ পুত্র মেধাবী শিক্ষার্থী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে এবং হোসেন একই বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে ভর্তির সুযোগ পেয়েছে । উল্লেখ্য যে হাসান এবং হোসেন হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাদের লেখাপড়ার ব্যায়ভার বহন করবার মতো সামর্থ্য না থাকায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান তাদেরকে এই শিক্ষা সহায়তা প্রদান করেন #
এম এ মান্নান
স্টাফ রিপোর্টার নওগাঁ
০১৭১৮৯৯৩২০৪
০৪-০৮-২০২৫