মতলবে বসতঘরে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা, মানববন্ধন কর্মসূচিতে গ্রেফতারের দাবি**
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মহানবি( স) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা নাগদা গ্রামের বেলজিয়ামে অবস্থানরত প্রবাসীর বসতঘর ভাংচুর করেছে।
পরে বিক্ষুব্ধ জনতা প্রবাসীর বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এর আগে তাকে গ্রেফতার ও শাস্তির দাবীতে সাধারণ শিক্ষার্থী ও এলাকার লোকজন ১৯ আগস্ট মঙ্গলবার বিকেলে মতলব – গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে।
সরেজমিনে জানা যায়, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা গ্রামের বেলজিয়াম প্রবাসী মেহেদী হাসান অনন্ত তার নিজ ফেইসবুক আইডিতে আমাদের মহানবি( স) ও ইসলাম ধর্ম নিয়ে ১৭ আগস্ট রবিবার কটুক্তি করে স্টাটাস দেয়। তার ফেইসবুক পোস্ট দেখে এলাকার সকল ইসলাম প্রিয় তৌহিদী জনতা বিক্ষোভ ফেটে পড়ে।
জানা গেছে, অভিযুক্ত যুবক মেহেদী হাসান অনন্ত (২৪) ওই গ্রামের আব্দুর রব বকাউলের ছেলে। সে ২০২২ সালের অক্টোবরে স্টুডেন্ট ভিসায় বেলজিয়ামে গিয়েছিল। পরে সে বেলজিয়ামের এক তরুণীকে বিয়ে করে সেখানে নাগরিকত্ব নিয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা অবগত ছিলাম। বিক্ষুব্ধ তৌহিদী জনতা তার বসতঘর ভাংচুরের বিষয়টি জেনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, আপনারা নিজেরা আইন হাতে তুলে নিবেন না। ওই যুবককে দেশে এনে আইনের আওতায় আনা হবে। এছাড়াও সন্তানের অপরাধের কারণে মা বাবা কেন কষ্ট পাবে?