ঢাকা মহানগর ছাত্রদলের নেত্রী জান্নাতুল ফেরদৌসী জয়া। সম্প্রতি তিনি ডিপ্লোমা ইন নার্সিং পড়াশোনা শেষ করেছেন। পড়াশোনা ও সংগঠনের ব্যস্ততার ফাঁকে ফিরে গিয়েছিলেন আপন নীড়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার তালতলী গ্রামে।
সোমবার বিকেলে মতলব উত্তরের শিকিরচর এলাকায় বিলে কালো মেঘে ঢাকা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি আর শাপলায় ভরা জলাশয়ে নৌকায় বসে সময় কাটান তিনি। হাতে শাপলার তোড়া, কানে গোঁজা ফুল আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য সব মিলিয়ে মুহূর্তগুলো ধরা পড়ে ক্যামেরায়। নিজের ফেসবুক ওয়ালে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেন “শান্তি”।
ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মো. মুছা সিকদার নামে এক শুভাকাঙ্ক্ষী মন্তব্য করেন প্রাকৃতিক পরিবেশে আপনাকে মানিয়েছে আপু। আরেকজন মোস্তাকিম বিল্লাহ লিখেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের… অসাধারণ দেখতে দোস্ত, সেই অনুভূতির প্রকাশ পাচ্ছে!
নিজের অনুভূতি ব্যক্ত করে জয়া বলেন, আমরা যারা শহরে থাকি, পড়াশোনা ও সংগঠনের ব্যস্ততায় প্রকৃতির সান্নিধ্য প্রায় ভুলেই যাই। কিন্তু গ্রামের মেঘলা আকাশ, কচুরিপানা, শাপলা আর বৃষ্টির টুপটাপ শব্দ এগুলোই আসল শান্তি। প্রকৃতির কোলে ফিরে এলে মনে হয় সব
ক্লান্তি মুছে যায়।
ছাত্র রাজনীতির মাঠে সক্রিয় এই তরুণ নেত্রী মনে করেন, নতুন প্রজন্মকে প্রকৃতির প্রতি ভালোবাসা এবং পরিবেশ রক্ষার দায়িত্বশীলতায় এগিয়ে আসতে হবে। আমাদের দায়িত্ব শুধু রাজনীতি করা নয়, সমাজ ও প্রকৃতিকে ভালো রাখা। প্রকৃতি আমাদের বাঁচায়, আমরাও প্রকৃতিকে বাঁচাতে শিখতে হবে। যোগ করেন জয়া।
জয়ার বৃষ্টিভেজা শাপলার দিনে খুঁজে পাওয়া শান্তি তাই শুধু ব্যক্তিগত অনুভূতি নয়, অনেকের কাছে হয়ে উঠেছে অনুপ্রেরণা।