চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গম চরাঞ্চল বাহেরচর এলাকায় নামাজরত অবস্থায় বিষাক্ত গোখরার দংশনে ফাতেমা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা আরিফুল মিয়াজির স্ত্রী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করছিলেন ফাতেমা বেগম। নামাজ শেষ করে ডান দিকে সালাম ফেরানোর পর বাম দিকে ফিরতেই হঠাৎ একটি গোখরা সাপ তাকে কোমরে দংশন করে। মুহূর্তের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পাশে থাকা ঝোপে সাপটি লুকিয়ে যায়।
এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান। ঘটনাটি গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।