মো: তুহিন ফয়েজ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়ন বিএনপি’র আয়োজনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭২ নং সাড়ে পাঁচানী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জহিরাবাদ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি তোফায়েল কবিরাজের সভাপতিত্বে ও যুবদলের সাবেক সভাপতি মুকুল প্রধানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়ে যারা রাজপথে দলকে টিকিয়ে রেখেছেন, আগামী কমিটিতে তাদের যথাযথ মর্যাদা ও গুরুত্বপূর্ণ পদে রাখা এবং দলকে শক্তিশালীসহ সুসংগঠিত করতে তৃণমূল পর্যায়ের কর্মীদের ভূমিকা অপরিসীম। এজন্য ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে কমিটি গঠন ও ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে তাদের পাশে রাখার প্রত্যয় ব্যক্ত করেন ৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন ,মতলব উত্তর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো: সুজন প্রধান , জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম হোসেন মিয়াজী,সহসভাপতি রহমত উল্লা, থানা যুবদলের সদস্য মাসুদ আলম সাগর প্রধানসহ অন্যান্য নেতাকর্মীরা।
সভা শেষে কমিটি গঠনে দলীয় সংহতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা ৷
এযময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনির হোসেন খান,জহিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম বেপারী,শ্রমিকদল নেতা সোয়েল মুফতি, আতাপ উদ্দিন,যুবদল নেতা খোরশেদ আলম,নাবু প্রধান, আবুল কালাম, সবুজ বেপারী, আয়নাল হকসহ বিএনপি,যুবদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ৷